সরকারের সমালোচনা করা ফ্যাশন হয়ে গেছে: সোনিয়া

সরকারের সমালোচনা করা ফ্যাশন হয়ে গেছে: সোনিয়া

সরকারের সমালোচনা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরীক কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।

দলীয় সাংসদদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করা আজকাল বেশ ফ্যাশনেবল কাজ বলে মনে হচ্ছে। আমাদের ভুলভাবে উপস্থাপনের এ অবস্থা বরদাশত করা হবে না।’

সোনিয়া বলেন, ‘আমাদের যা অর্জন রয়েছে তা জোরের সঙ্গে এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে হবে। আর অর্থনীতিতে কঠিন সময় বিরাজমান সত্ত্বেও আমাদের অনেক অর্জন রয়েছে যা আমাদের অবশ্যই দেখিয়ে দিতে হবে।’

বৈঠকে বিরোধী দলের ‘শঠতাপূর্ণ’ কথাবার্তা জনগণের সামনে প্রকাশ করে দিতে এবং এসবের প্রতিবাদ ও সরকারের অর্জন বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট।

আগের নির্বাচনগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সাংসদদের বলেন, ‘দলের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী আচরণ সবাইকে পরিহার করতে হবে এবং সর্বক্ষেত্রে ও সর্বস্তরে একটি সুশৃঙ্খল টিম হিসেবে সংগ্রাম করতে হবে। আর এটাই সবচে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জয়-পরাজয় নির্ধারণ করবে।’

দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করার মতো আচরণ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

উল্লেখ্য, কয়েক মাস আগে উত্তর প্রদেশ নির্বাচনে কংগ্রেসের ব্যাপক বিপর্যয়ের পর সোনিয়া গান্ধী দলীয় এমপিদের নিয়ে এ প্রথম বৈঠক করলেন।

স্থানীয় নেতৃত্ব এবং কেন্দ্র থেকে যাদের নির্বাচনী প্রচারণা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে নির্বাচনে কংগ্রেসের এমন ভরাডুবি বলে মনে করেন পর্যবেক্ষকরা।

আন্তর্জাতিক