আল-কায়েদা হামলাকারী সিআইএ এজেন্ট!

আল-কায়েদা হামলাকারী সিআইএ এজেন্ট!

মার্কিন বিমান ধ্বংসের মিশনে নিযুক্ত আল কায়েদা সদস্য একজন ডাবল এজেন্ট। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’ই সৌদি গোয়েন্দা সংস্থার সহায়তায় ইয়েমেনের আল-কায়েদা সেলে তাকে প্রবেশ করায়। মার্কিন সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চ্যল্যকর তথ্য প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সম্প্রতি একটি মার্কিন যাত্রীবাহী বিমানে আত্মঘাতী  হামলা চালানোর পরিকল্পনা বানচালের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তারা জানায় নব্য উদ্ভাবিত ‘আন্ডার ওয়ার’ বোমার মাধ্যমে যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছিলো আল কায়েদা। তবে আল কায়েদা এই হামলার জন্য যে ব্যক্তিকে নিযুক্ত করেছিলো তিনি একজন মার্কিন এজেন্ট বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে মার্কিন সরকারের সূত্র।

সূত্রের তথ্য মতে ইয়েমেনভিত্তিক আল-কায়েদা গোষ্ঠীর ভেতরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সৌদি গোয়েন্দা সংস্থা ওই ব্যক্তিকে ইয়েমেনে পাঠায়। পরবর্তীতে আল কায়েদা মার্কিন বিমানে হামলার জন্য ওই ব্যক্তিকেই নিযুক্ত করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন এই হামলাকারী বোমা নিয়ে ইয়েমেন ত্যাগের পরপরই সেটি সিআইএর হাতে তুলে দেয়।
মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ইয়েমেনে সক্রিয় আল-কায়েদা চক্র আরও উন্নত সংস্করনের বোমা ব্যবহার করে মার্কিন লক্ষবস্তুতে হামলার পরিকল্পনা করছে, এমন তথ্য গত মাসেই পায় মার্কিনীরা।

এদিকে বিবিসি’র স্টিভ কিংসটন বলেন, ‘যুক্তরাষ্ট্রগামী বিমানে আত্মঘাতী বোমা হামলা চালানোর উচ্চাভিলাষী পরিকল্পনা দিয়ে সৌদি গোয়েন্দা সংস্থাই সন্দেহভাজন লোকটিকে আল কায়েদার রোপন করেছিলো।’

বর্তমানে ওই ডাবল এজেন্ট সৌদি আরবে নিরাপদেই অবস্থান করছেন বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই এজেন্টের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতেই সিআইএ গত রোববার ইয়েমেনে ড্রোন হামলা চালায়। এ হামলার নিহত হয় আল-কায়েদা নেতা ফাহাদ আল-কুসো। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস কোলে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে কুসোকে দীর্ঘদিন ধরেই ধাওয়া করে আসছিলো যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক