একটা সময় দেশের বিভিন্ন সিনেমা হলে এক টিকিটে দুইটি ছবি প্রদর্শনের রেওয়াজ ছিল। বেশিরভাগ দুটি ছবির একটি হতো হলিউডের অন্যটি মার্শাল আর্ট ভিত্তিক হংকং বা চীনের। পুরনো সেই রেওয়াজ আবার ফিরিয়ে আনার প্রচেষ্টায় ১১ মে শুক্রবার থেকে শুরু ‘বলাকা-২’ সিনেমা হলে শুরু হচ্ছে এক টিকিটে দুই ছবি উপভোগের সুযোগ। নাহ, এবার আর বিদেশী ছবি নয়। এক টিকিট দর্শক দেখতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দুই বাংলা ছবি ‘উত্তরের সুর’ ও ‘নষ্টনীড়’।
দর্শকদের মধ্যে এক টিকিটে দুই বাংলা ছবি দেখার সুযোগ করে দিচ্ছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি.। ‘উত্তরের সুর’ ছবিটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ কাকলী। এতে অভিনয় করেছেন মেঘলা, উৎপল লুসি, বিপ¬ব প্রসাদ, আদিত্য আলম, সবিতা রায়, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আশফি, বুলবুলি প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে সাইফুল ইসলাম মাননু পরিচালিত ছবি ‘চারুলতা’। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, মিতা নূর, সজল, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।