ঢাবির নিখোঁজ শিক্ষককে পাওয়া গেছে

ঢাবির নিখোঁজ শিক্ষককে পাওয়া গেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষক নূর উদ্দিন আলোকে খাগড়াছড়ির দীঘিনালায় পাওয়া গেছে। অবশ্য পুলিশ তাকে খুঁজে বের করেনি, তিনিই থানায় উপস্থিত হয়েছেন।

তিনি ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাকে অপহরণ করা হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

খাগড়াছড়ি পুলিশ জানিয়েছে, বুধবার বেলা দেড়টার দিকে দীঘিনালা থানায় উপস্থিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এক ব্যক্তি। তার পরিচয় পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে তিনিই নূর উদ্দিন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ