কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে পারাবত-৯

কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে পারাবত-৯

ঢাকার কেরানীগঞ্জে এম ভি পারাবত-৯ নামে একটি লঞ্চ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এসময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কে‍রানীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বুড়িগঙ্গা নদীর তীরে এমভি পারাবত-৯ লঞ্চটি মেরামত করার সময় বুধবার সকালে আগুন লেগে লঞ্চটির সিলিং ও আসবাবপত্র পুড়ে যায়। গ্যাসের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চটির মালিক শহিদুল ইসলাম দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালিগঞ্জ বুড়িগঙ্গা নদীর তীরের মাদারীপুর ডক এলাকায় এমভি পারাবত-৯ নামে লঞ্চটি ওয়েল্ডিং করার সময় গ্যাস ওয়েল্ডিং মেশিন থেকে হঠাৎ আগুন লেগে যায়।

সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের নৌ ইউনিট ঘটনাস্থলে রওনা করে।

জানা গেছে, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা পানির পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পাম্প দিয়ে পানি ওঠানো সম্ভব না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা। শেষ পর্যন্ত ভেতরের সিলিং ও আসবাবপত্রসহ তিনতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এমভি পারাবত-৯ লঞ্চটির  প্রায় পুরোটাই ভস্মীভূত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফায়ার ব্রিগেড আসতে দেরি করায় এবং তাদের যন্ত্রপাতি ঠিকমত কাজ না করায় যথসময়ে আগুন আয়ত্বে আনা যায়নি। এ কারণে লঞ্চটি পুরো ভস্মীভূত হয়।

বাংলাদেশ