রাশিয়ার চেচনিয়া অঞ্চলে দেশটির গোয়েন্দা বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ গোয়েন্দা সংস্থা হেলিকপ্টার বিধ্বস্ত প্রাথমিকভাবে সাতজনের প্রাণহানির তথ্য জানায়। তবে পরে পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
আরআইএ নভোস্তি বলছে, গোয়েন্দা সংস্থার ওই হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিল।
কাস্পিয়ান সাগরের ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার চেচনিয়ায় সম্প্রতি ইসলামি জঙ্গিবাদের উত্থান ঘটেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান সিরিয়ার মেইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৩২ জন নিহত হয়।