জিডিপির ৬০ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করার দাবি জানিয়েয়েছেন অধ্যাপক আনু মুহম্মদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি- বাংলাদেশ আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ আহবান জানান।
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারিকরণের লক্ষ্যে আগামি অর্থ বাজেটে শিক্ষাখাতে অর্থ বরাদ্দের দাবিতে বুধবার সমিতির সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘট কর্মসূচির প্রতি তিনি একাত্মতা প্রকাশ করেন।
অধ্যাপক আনু মুহম্মদ বলেন, সরকারের কাছে টাকার অভাব নেই। সরকার ইচ্ছা করলেই জনগণের টাকা জনগণের উন্নয়ন কাজে ব্যয় করতে পারেন। তিনি বেসরকারি শিক্ষকদের চাকরি সরকারিকরণের দাবি জানিয়ে বলেন, শিক্ষখাতে দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবে শিক্ষকরা আজ অবহেলিত।
তিনি আন্তর্জাতিক নিয়মানুসারে দেশের শিক্ষাব্যবস্থা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এতে উপস্থিত আছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ-এর সভাপতি মুঃ সামছুল আলম, মহাসচিব মৃগেন্দ্র মোহন সাহা, উপদেষ্টা মোসাদ্দেক হোসেন, যুগ্ম মহাসচিব মীর মোঃ গিয়াসউদ্দিন প্রমুখ।