রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় মারুফ গাজী (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি নিয়মিত পাঠাওয়ে রাইড শেয়ারিং চালক হিসেবে কাজ করতেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় নিকেতনের হাতিরঝিল সংলগ্ন এলাকার একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত মারুফের গ্রামের বাড়ী কুমিল্লার মুরাদনগর থানার ভোরারচর গ্রামে। তিনি নিকেতনে ভাড়া বাসায় থাকতেন। বাবার নাম আফাজ উদ্দিন আহমেদ।
নিহতের বোন সাজেদা আক্তার জাগো নিউজকে বলেন, গত সপ্তাহ মোবাইল নষ্ট থাকায় পাঠাওয়ের কাজে যায়নি মারুফ। মোবাইল মেরামত করে গতকাল পাঠাও রাইড শেয়ারিংয়ে বের হয় সে। তারপর রাতে পুলিশ ফোন দিয়ে জানায় মারুফ মারা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার শাহা জাগো নিউজকে বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে টহল দিতে গিয়ে দেখেন রাস্তায় এক পাশে বাইক অন্যপাশে এক যুবক পড়ে আছে। এ সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।