প্রিয়ভাষিণীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে : রাষ্ট্রপতি

প্রিয়ভাষিণীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে : রাষ্ট্রপতি

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ফেরদৌসী প্রিয়ভাষিণীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ (মঙ্গলবার) দুপরে ১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াসহ লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান। ২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্হ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।

বাংলাদেশ