প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ২০ মে পর্যন্ত অস্থায়ী জামিন পেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ঢাকা মুখ্য মহানগর হাকিম এরফান উল্লাহর আদলতে জামিন আবেদনের শুনানি শেষে বুধবার এ আদেশ দেওয়া হয়।
এর আগে বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদলতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খোকন।
জামিন আবেদন শুনানিতে খোকনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিএনপির ডাকা হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় খোকনসহ দলের ৪৪ জন নেতার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় তিনি ৩ মে হাইকোর্ট থেকে ৭ দিনের জামিন পান। তবে জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদলতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশ অনুযায়ী তিনি বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদলতে আত্মসমর্পণ করেন।