দলীয় চিত্র প্রদর্শনীতে ওরা ১১ জন

দলীয় চিত্র প্রদর্শনীতে ওরা ১১ জন

ঢাকা আর্ট কলেজের ১৯৭৪ সালের শেষ ব্যাচের শিক্ষার্থী ওরা ১১ জন। পড়াশোনা শেষ করে তারা একেকজন ছড়িয়ে পড়েছেন একেক জায়গায়। কলেজটি রূপান্তরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তবে দীর্ঘদিন পর আবারও একত্র হলেন তারা। অংশ নিয়েছেন দলীয় এক চিত্র প্রদর্শনীতে।

গতকাল সোমবার সন্ধ্যায় গ্যালারি চিত্রকে ‘ফ্রেম-৭৪’ শিরোনামের এই ১০ দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রশিল্পী সহিদ কবীর ও অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ চৌধুরী। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১১ শিল্পী হলেন- আজিজুল হক, এনামুল হক, ফরিদ হোসেন সিদ্দিকী, জি এম খলিলুর রহমান, আইভি জামান, মাহমুদুর রহমান অপু, পারভীন জামান শাম্মু, রাহাত নিলুফার, শাকিনা হোসেন, শামিনা শারমিন ও ওয়াহিদ জামান টোকন।

প্রদর্শনীতে রয়েছে মূর্ত ও বিমূর্ত ধারার ৬০টি চিত্রকর্ম। ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ