মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আব্দুস সাত্তার পালোয়ান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন রেজিয়া সুলতানা চমন।
গত বছরের ২০ ফেব্রুয়ারি ময়মনসিংহের পাগলা থানার ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী চারটি অভিযোগ আনা হয়েছে।
এই ১১ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৫জন। তারা হলেন- মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. খলিলুর রহমান মীর, মো. আব্দুল্লাহ, আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন, রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী।