পাথর কোয়ারিতে ১৩ মাসে ৫২ শ্রমিকের মৃত্যু

পাথর কোয়ারিতে ১৩ মাসে ৫২ শ্রমিকের মৃত্যু

পাথর কোয়ারিতে শ্রমিক মৃত্যুর মিছিল যেন থামছে না। গত ১৩ মাসে সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিতে ৫২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবর সামনে বিভিন্ন শ্রমিক নিরাপত্তা ফোরামের ব্যানারে কোয়ারি ধসে অব্যাহত শ্রমিক নিহত ঘটনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে এ তথ্য জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের বিভিন্ন কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে প্রায় প্রতি মাসেই শ্রমিক নিহত হচ্ছেন। গত দুই সপ্তাহে কোম্পানিগঞ্জ ও জৈন্তপুরে মাটি ধসে মারা গেছেন ৮ শ্রমিক। আর গত ১৩ মাসে সিলেটের বিভিন্ন কোয়ারিতে মৃত্যু হয়েছে ৫২ শ্রমিকের।

sromik-2

উচ্চ অাদালতের নির্দেশনা অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে নির্মাণ খাতে শ্রমিক মৃত্যু রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত কলকারখানা প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক বরাবর স্মারিকলিপি প্রদান করেন শ্রমিকরা।

মানববন্ধনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম খান, নইমুল আহসান জুয়েল, বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ