দেশ বরেণ্য শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সশস্ত্র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।
মুক্তচিন্তার মানুষ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলাকে বিচ্ছিন্নভাবে না দেখে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন। এক বিবৃতিতে তারা এ দাবি, নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা বলেন, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে এর মদদদাতাদের গ্রেফতার করতে হবে।
তারা বলেন, যারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাস করে না তারাই যুব সমাজকে বিভ্রান্ত করে জঙ্গিবাদের চাষাবাদ করতে চাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানরা যুদ্ধাপরাধীদের দোসরদের এ অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করবে। মুক্তিযোদ্ধার সন্তানরাই এদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করবে।
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর নেতৃবৃন্দ জঙ্গি, সন্ত্রাস, গুপ্তহত্যা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে সারাদেশে মুক্তিকামী মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অর্জিত বাংলাদেশকে একটি গোষ্ঠি দীর্ঘদিন ধরে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টায় লিপ্ত। এ অপশক্তি একের পর এক গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে। ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনাও এরই ধারাবহিকতায় সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন জাফর ইকবাল। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।