জাতীয় পাট দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এক বর্ণাঢ্য পাট র্যালি ও ঢাকা-জামালপুর-ঢাকা রোড-শো’র আয়োজন করা হয়।
রোড শো’র উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক এমপি। এসময় প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল হকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, সোনালী আঁশ পাটের হারানো গৌবর ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ও আধুনিকায়ন জরুরি।
মির্জা আজম বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
এবছর পাট দিবসের প্রতিপাদ্য- ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।’