কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্তাস-মিলান

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্তাস-মিলান

আগের ম্যাচেই আটলান্টার মাঠে গিয়ে ১-০ গোলে জিতে এসেছিল জুভেন্তাস। ফিরতি লেগের ম্যাচে তাই কোনোমতে জয় পেলেই হতো। অবশেষে সেই জয়টা নিয়েই মাঠ ছাড়ল জিয়ানলুইজি বুফনের দল। জিতেছে ১-০ গোলেই। দুই লেগ মিলিয়ে ২-০ গোলে জুভেন্তাসকে হারিয়ে টানা চতুর্থবারেরমত কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করলো জুভেন্তাস।

অন্যদিকে কোপা ইতালিয়ার আরেকটি সেমিফাইনালে ল্যাজিওকে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আরেক ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। দুই লেগেই ল্যাজিও এবং এসি মিলান কেউ কারও জালে বল প্রবেশ করাতে পারেনি। গোলশূন্য ড্র থাকার পর ভাগ্য নির্ধারণে পেনাল্টি শ্যুটআউটের সাহায্য নিতেই হয়।

AC-Milan

আলিয়াঞ্জ স্টেডিয়ামে জুভেন্তাসের মুখোমুখি হয় আটলান্টা। ম্যাচের পুরোটা সময় বলতে গেলে দু’দল খেলেছে সমান সমান। কিন্তু ৭৫ মিনিটেই আটলান্টা ভুলটা করে বসে। আটলান্টার জিয়ানলুকা মানচিনি বক্সের মধ্যে হালটা টাচ করেন জুভ মিডফিল্ডার ব্লাইজ মাতুইদিকে। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর, ভিডিও টেকনোলজি) সহযোগিতা নিয়ে পেনাল্টির ঘোষণা দেন। সেই পেনাল্টি থেকে শট করেন মিরালেম পিজানিক। এই এক গোলেই জয় নিশ্চিত হয় জুভদের।

অন্যম্যাচে এসি মিলান খেলতে নেমেছিল নিজেদের একটা রেকর্ডকে সমৃদ্ধ করতেই। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৩টি ম্যাচ তারা অপরাজিত। এটাকে ধরে রাখতেই ল্যাজিওর বিপক্ষে মাঠে নামে তারা। শেষ পর্যন্ত টাইব্রেকারেই তাদের ভাগ্য অক্ষুন্ন থাকলো।

টাইব্রেকারে এসি মিলানের হয়ে গোল করেন বোনাভেনচুরা, বোরিনি, বোনুচ্চি, চালহানোগলু এবং রোমাগনোলি। ল্যাজিওর হয়ে গোল করেন, সিরো ইমোবিলে, পারোলো, ফেলিপে অ্যান্ডারসন, লুলিক।

৯ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে জমজমাট ফাইনালে মুখোমুখি হবে জুভেন্তাস এবং এসি মিলান।

খেলাধূলা