ইনজুরিতে পুরো মৌসুমই শেষ হয়ে গেলো নেইমারের। তার এখন চিন্তা, বিশ্বকাপের আগে কত দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পিএসজির হয়ে নেইমারের আর মাঠে নামার সম্ভাবনা একেবারেই নেই। তাই বলে পিএসজি তো আর তাদের জয়যাত্রা থামিয়ে রাখবে না। নেইমারের অভাব পুষিয়ে দেয়ার দায়িত্ব যেন নিজ কাঁধেই তুলে নিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা ডি ফ্রান্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে জোড়া গোল করলেন ডি মারিয়া। ফলে ৩-০ ব্যবধানে মার্সেইকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো পিএসজি। ফরাসি ক্লাবটির হয়ে বাকি গোলটি করেছেন এডিনসন কাভানি।
তিন দিনের মধ্যে দু’বার মার্সেইকে হারিয়েছে পিএসজি। ফরাসি লিগ ওয়ানেও তিন দিন আগে ৩-০ ব্যবধানে মার্সেইকে হারিয়েছে পিএসজি। একই ব্যবধানে কোপা ডি ফ্রান্সেও হারাল তারা। বর্তমান চ্যাম্পিয়নরা যে এবারও শিরোপার অন্যতম দাবিদার সেটাই প্রমাণ হলো আরেকবার।
তিনদিন আগে মার্সেইয়ের বিপক্ষে যে দলটি খেলেছিল, সেই দলে মোট আটটি পরিবর্তন এনেছিলেন পিএসজি কোচ উনাই এমেরি। এরপরও মাঠে নেমে তারা প্রমাণ করলো, কতটা শক্তিশালী তাদের সাইড বেঞ্চ। একই সঙ্গে রিয়াল মাদ্রিদকেও একটি কড়া বার্তা পৌঁছে দিতে পেরেছেন উনাই এমেরি।
প্রথমার্ধে বলতে গেলে পুরো পানসেই ছিল ম্যাচটি। গোলের দেখা পাচ্ছিল না কেউ। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে, ইনজুরি সময়ে গোল করলেন ডি মারিয়া। হুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়েই তিনি সেটা জড়িয়ে দিলেন মার্সেইয়ের জালে।
দ্বিতীয়ার্ধ শুরুর পর খুব বেশি দেরি করলেন না। আরও একটি গোল করে পিএসজির লিডকে বাড়িয়ে দেন ডি মারিয়া। ইউরি বারসিসের পাস থেকে বল পেয়ে আলতো টোকায় মার্সেই জালে বল জড়িয়ে দেন। ৮১ মিনিটে পিএসজির হয়ে শেষ গোলটি করেন এডিনসন কাভানি।