ফিলিপাইনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৭ জন এখনও নিঁেখাজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার দিনের প্রথমভাগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বুতুয়ানে ৩ তলা ভবন বিশিষ্ট একটি ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লাগে।
দুর্ঘটনার শিকারদের অধিকাংশই স্টোরটিতে কাজ করা নারী কর্মী যারা কাজ শেষে রাতের বেলা ভবনটিতে ঘুমিয়ে ছিলো। ঘন ধোঁয়ার কারণে ভবনের ভেতর থেকে তারা বের হয়ে আসতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ২১ জন লোক ছিলো। তবে তাদের মধ্যে ৩ জন ভবনের জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।