মালির মধ্যাঞ্চলে বুধবার মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য নিহত ও অপর চার জন্য আহত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে জিহাদিরা দেশটির মধ্যাঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে। গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলকে পুনরায় দখল করার জন্য জিহাদিরা মালি ও বিদেশী সৈন্যদের ওপর হামলা জোরদার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ‘মোপতি অঞ্চলের বোনি-দৌয়েনৎজা সড়কে একটি মিনুসমা গাড়ি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শান্তিরক্ষী বাহনিীর চার সদস্য নিহত ও অপর চারজন আহত হয়।
জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব এই হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন।
২০১৩ সাল থেকে মালিতে জিহাদিদের তৎপরতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১১ হাজার সদস্য মোতায়েন রয়েছে।