পাবনায় ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন আবেদন শুরু

পাবনায় ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন আবেদন শুরু

দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের সহযোগিতায় ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ এর অনলাইন আবেদন উদ্বোধন হয়েছে পাবনায়।

jagonews24

বুধবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আবেদন কর্মসূচির উদ্বোধন করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ। পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি রাজিউর রহমান রুমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, পাবনা কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, আবু সাইদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস চাঁদু প্রমুখ।

jagonews24

অনলাইন আবেদন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। আবেদন কর্মসূচির পর প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আবার প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

জেলা সংবাদ