আল কায়েদার হাতে জিম্মি মার্কিন নাগরিকের মুক্তি প্রসঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনি সোমবার এক বিবৃতিতে বলেন, আল কায়েদার হাতে জিম্মি মার্কিন নাগরিক ওয়ারেন ওয়েনস্টেইনের মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র আল কায়েদার সঙ্গে কোনো আলোচনা করবে না। তবে বারাক ওবামা প্রশাসন ওয়ারেন ওয়েনস্টেইনের ব্যাপারে খোঁজখবর রাখছে উল্লেখ করে কারনি বলেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কবল থেকে তাকে মুক্ত করার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
২০১১ সালের আগস্ট মাসে ৭০ বছর বয়স্ক মার্কিন নাগরিক ওয়ারেন ওয়েনস্টেইনকে পাকিস্তান থেকে অপহরণ করে সশস্ত্র বন্দুকধারীরা। পরে পাকিস্তান আল কায়েদা এই ঘটনার দায় স্বীকার করে তার মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের হাতে বন্দি আল কায়েদা সদস্যদের মুক্তি দাবি করে।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও চিত্রে ওয়েনস্টেইন তার মুক্তির ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার সাহায্য কামনা করেন। অবিলম্বে আল কায়েদার দাবি পূরণ করা না হলে তাকে হত্যা করা হবে বলে তিনি এ সময় আশঙ্কা প্রকাশ করেন। রোববার আল কায়েদা এই ভিডিও চিত্রটি প্রকাশ করে।
এই ভিডিও চিত্রের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের পক্ষে মুখপাত্র জে কারনি যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক ভিডিও চিত্রে আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি ডিসেম্বরে বলেছিলেন পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া ও ইয়েমেনে মার্কিন বিমান হামলা বন্ধ করলে ওয়ারেনকে মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের হাতে বন্দি আল কায়েদা ও তালেবান সদস্যদের মুক্তি দাবি করেন তিনি।
ওয়েনস্টিনকে পাকিস্তানের লাহোরে অবস্থিত তার বাসভবন থেকে গত বছরের আগস্ট মাসে অপহরণ করা হয়। পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করা মার্কিন পরামর্শক সংস্থা জেই অস্টিন এসোসিয়েটসের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি পাকিস্তানের ব্যবসায়িক ও সরকারি খাতে পরামর্শকের ভূমিকা পালন করে থাকে।