২ মাসের জন্য মাঠের বাইরে নেইমার

২ মাসের জন্য মাঠের বাইরে নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে রিয়ালের মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের, এটা আগেই নিশ্চিত করেছিল তার দল পিএসজি। তবে ঠিক করে নেইমার মাঠে ফিরতে পারবেন তা জানায়নি দলটি। এবার নেইমারের বাবা জানালেন তার ছেলের মাঠে ফিরতে কমপক্ষে দেড় থেকে দুই মাস সময় লাগবে।

নেইমারের বাবা ইএসপিএন ব্রাজিলকে জানান, ‘রিয়ালের বিপক্ষে নেইমার খেলতে পারবে না। পিএসজি জানে তার ফিরতে দেড় থেকে দুই মাসের মত লাগবে। তবে এর আগে দ্রুত সেরে ওঠার পথ হলো অস্ত্রোপচার। এর জন্য ক্লাবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়া ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আসবে এবং তারা একসঙ্গে সিদ্ধান্ত নেবে।’

এদিকে নেইমারের অস্ত্রোপচারের খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির কোচ উনাই এমেরি। ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ জানান, ‘নেইমার অস্ত্রোপচারের খবর সত্যি নয়।’

রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠে মার্শেইকে ৩-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে ব্যথা পান নেইমার। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

খেলাধূলা শীর্ষ খবর