বায়ুবিদ্যুৎ : লোডশেডিং মুক্ত তামিলনাড়ু

বায়ুবিদ্যুৎ : লোডশেডিং মুক্ত তামিলনাড়ু

বায়ুবিদ্যুৎ প্রকল্পের কল্যাণে অচিরেই লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে যাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর জনগণ। বর্তমানে রাজ্যের মোট চাহিদার ৩০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এ প্রকল্প থেকে।

রোববার ইন্ডিয়ান উইন্ড পাওয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে কস্তুরীরঞ্জন জানিয়েছেন,  গত এক সপ্তাহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছে এ অঞ্চলের মানুষ। বায়ুবিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সম্প্রতি সর্বোচ্চ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে এ প্রকল্প থেকে।

তিনি জানান, বর্তমানে রাজ্যে বিদ্যুতের মোট চাহিদা ১০ হাজার মেগাওয়াট। সেখানে গত ২৮ এপ্রিল থেকে বায়ুবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ এক হাজার মেগাওয়াট থেকে বেড়ে গত শনিবার সর্বোচ্চ তিন হাজার মেগাওয়াটে পৌঁছেছে। আর শিগগির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া কিংবা লোডশেডিং সংক্রান্ত অভিযোগ বন্ধ হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন কস্তুরীরঞ্জন।

বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বিগত বছরগুলোর মধ্যে মধ্যে এটিই সর্বোচ্চ উৎপাদন বলে জানান কস্তুরীরঞ্জন।

বায়ুবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের সম্পূর্ণ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করপোরেশনকে (টিএএনজিইডিসিও) তাদের উৎপাদন ৪০ থেকে ২০ শতাংশ কমাতে হতে পারে বলে ধারণা করছেন তিনি।

আন্তর্জাতিক