মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদের বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি একে পিয়ংইয়ং সরকারের বিরুদ্ধে ‘এ যাবতকালের সবচেয়ে কঠোর’ অবরোধ হিসেবে উল্লেখ করেন। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার লক্ষ্যে দেশটিকে সর্বোচ্চ চাপে রাখতে ট্রাম্প শুক্রবার ওয়াশিংটনের উপকণ্ঠে রক্ষণশীলদের উদ্দেশে দেয়া তার প্রচারণামূলক বক্তব্যে এসব কথা বলেন।
তিনি দাবি করেন, ‘আমরা আজ দেশটির বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর অবরোধ আরোপ করেছি।’
মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মুচিন অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহুর্তে উত্তর কোরিয়ার ব্যবহৃত সব ধরণের জাহাজ এ অবরোধের আওতায় পড়বে।
এছাড়া শনিবার উইন্টাার অলিম্পিকস এর কারণে দক্ষিণ কোরিয়া সফররত হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, আমরা আশা করছি নিরস্ত্রীকরণের বিষয়ে উত্তর কোরিয়ার দিক থেকে পরিবর্তন আসবে।
তিনি আরো বলেন, পূর্বের প্রশাসনের মতো বর্তমান প্রেসিডেন্ট কোন ভুল করবেন না। উত্তর কোরিয়ার প্রতি তিনি কোন ধরণের দূর্বলতা দেখাবেন না।