ইলিয়াস আলীর বিষয়ে রুলের শুনানি  আজ

ইলিয়াস আলীর বিষয়ে রুলের শুনানি আজ

নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আজ। মঙ্গলবার বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির আবেদন মঙ্গলবার আদালতের কার্যতালিকায় আসার পর আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানির জন্য উপস্থাপন করলে আদালত বুধবার দিন ধার্য করেন।

ইলিয়াস আলীকে অবৈধভাবে আটক করা হয়নি, তা নিশ্চিত হতে কেন আদালতে হাজির করা হবে না, তা জানতে চেয়ে ১৯ এপ্রিল বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ রুল জারি করেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ‘এ বিষয়ে শুনানির জন্য সোমবার আমরা বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে গিয়েছিলাম। ওই আদালন আমাদের বলেন, ‘এই মামলার (হেবিয়ার্স কপার্স) রুল শুনানির এখতিয়ার আমাদের নেই। আপনারা হেবিয়াস কপার্স শুনানির মতো এখতিয়ার যে আদালতের আছে, আপনারা সে আদালতে উপস্থাপন করেন।’

তিনি জানান, ‘এরপর আমরা এ বিষয়ে এখতিয়ার সম্পন্ন বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে যাই। সেখানে তারা কার্যতালিকাভুক্ত হয়ে আসার জন্য বলেন। মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় এলে শুনানির দিন ধার্য করতে আমরা আবেদন করি। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর ১৯ এপ্রিল হাইকোর্টে এ আবেদন (হেবিয়ার্স কপার্স) করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ রুল জারি করেন।

১৯ এপ্রিল জারি করা রুলে ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি/বিশেষ শাখা), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ তদন্ত বিভাগ/সিআইডি), ঢাকার জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি’র কমিশনার, ডেপুটি কমিশনার (ডিবি), বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জবাব দিতে বলা হয়েছিলো।

রিট আবেদনে বলা হয়, ‘১৭ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে ইলিয়াস আলী তার গাড়িচালক আনসারকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। রাত সাড়ে ১০টার দিকে ইলিয়াস আলীর খোঁজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাসায় অভিযান চালায়।  রাত দেড়টার দিকে  বনানী থানার এক পুলিশ সদস্য ফোনে ইলিয়াস আলীর স্ত্রী রুশদীকে জানান যে, পুলিশ ওই গাড়িটি (যে গাড়িতে ইলিয়াস আলী ছিলেন) উদ্ধার করেছে। এ সময় রুশদী তাকে জিজ্ঞাসা করেন, তার স্বামী ইলিয়াস আলী সেখানে রয়েছেন কি-না। জবাবে পুলিশ জানায়, ইলিয়াস আলী গাড়িতে নেই এবং গাড়িটি বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে পাওয়া গেছে। তার চালকও গাড়িতে নেই।’

রিট আবেদনে আরো বলা হয়,  রাত দেড়টার দিকে বাসায় যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী ইলিয়াস আলীকে গ্রেফতার করেছে বলে তার স্ত্রীর বিশ্বাস।

বাংলাদেশ