নদী থেকে দখলদার উচ্ছেদ ও দূষণমুক্ত করতে প্রভাবশালীরা বাধা দিচ্ছে স্বীকার করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নদীর ওয়াকওয়ে নির্মাণ কাজে প্রভাবশালীরা বাধা দিচ্ছে।’
মঙ্গলবার নদীর নাব্যতা এবং গতিপ্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত্র টাস্কফোর্সের ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
টাস্কফোর্সের সভায় মন্ত্রী জানান, নদী দখল ও দূষণমুক্ত রাখতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী জুনের মধ্যে কাজের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে।
এছাড়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকার চার নদী রক্ষায় চার জেলায় সাত সদস্যের চারটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা খুবই দুর্বল। বিগত সময়ে কেউ গুরুত্ব না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’