ইউনূসের বক্তব্য টোটালি রাবিশ : অর্থমন্ত্রী

ইউনূসের বক্তব্য টোটালি রাবিশ : অর্থমন্ত্রী

গ্রামীণ ব্যাংক সম্পর্কে ড. মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন তাকে ‘টোটালি রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক সরকার দখল করে নিয়েছে’ বলে ড. ইউনূস যে মন্তব্য করেছেন, তা ‘টোটালি রাবিশ’।

মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বাজেট সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে সে বিষয়েও জানতে চান। অর্থমন্ত্রী বলেন, আমেরিকা ও বিশ্ব ব্যাংক গ্রামীণ ব্যাংককে একটি পয়সাও দেয়নি। তারা এ বিষয়ে ইতিপূর্বে ‍কিছু বলেওনি।

অর্থমন্ত্রী আরো বলেন, গ্রামীণ ব্যাংক সরকারি ব্যাংক। এ  বিষয়ে ইউনূস সাহেবই ঝগড়া করেছেন। সরকার কোনো ঝগড়া করেনি। সরকারি ব্যাংক বলেই তিনি এতোদূর এগিয়ে যেতে পেরেছেন। সরকারি ব্যাংক না হলে সেটা সম্ভব ছিল না। তিনি মন্তব্য করেন, প্রায় এক বছর ধরে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকে নেই। কিন্তু তাকে ছাড়াই ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের আগে যে অবস্থান ছিল, এখনো সে অবস্থানই আছে। এ ব্যাংকের কোনো কর্মকাণ্ডে সরকার কখনো হস্তক্ষেপ করেনি, এখনো করছে না।

গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলো সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। এটি প্রক্রিয়াধীন।

অর্থ বাণিজ্য