ডেয়ারডেভিলসকে হারিয়ে সবার ওপরে নাইট রাইডার্স

ডেয়ারডেভিলসকে হারিয়ে সবার ওপরে নাইট রাইডার্স

মানবতা বিরোধী অপরাধে আটক বিএনপি নেতা সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী বুধবার ৯ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এটিএম ফজলে রাব্বীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে শুনানিকালে আব্দুল আলীমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘আব্দুল আলীম কাউকে হত্যা করেননি। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বক্তৃতার মাধ্যমে উস্কে দেয়ার দায়ে যে সব অভিযোগ করা হয়েছে তারও কোনো ভিত্তি নেই।’

বুধবার অ্যাডভোকেট তাজুল তার অসমাপ্ত শুনানি সম্পন্ন করবেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ আলীমের বিরুদ্ধে এ অভিযোগ আমলে নেন।

গত ১৬ এপ্রিল আলীমের মামলাসহ তিনটি মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।

একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে ৭ ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। ৩১ মার্চ তাকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেন ট্রাইব্যুনাল। এরপর বেশ কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশ