চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে সোমবার সন্ধ্যায় দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিক্রির জন্য আনা একটি এলজিও উদ্ধার করা হয়েছে।
আটক দু’জন হচ্ছে, রাশেদ (৪২) ও রফিকুল ইসলাম (৩৮)।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) সদীপ কুমার দাশ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী নগরীর ফিশারিঘাট এলাকায় একটি ওয়ার্কশপের সামনে উপস্থিত হয়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি দেখে একটি চটের ব্যাগসহ রাশেদ ও রফিকুল পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।
পরে চটের ব্যাগের ভেতর তল্লাশি করে দেশিয় তৈরি এলজি পাওয়া যায়।
ওসি জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে রাশেদ ও রফিকুল জানিয়েছে, তারা বাঁশখালী থেকে অস্ত্রটি বিক্রির জন্য শহরে এনেছে। তারা নিজেদের পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলেও স্বীকার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি সদীপ কুমার দাশ জানান।