আমি দেড় বছরের মন্ত্রী : ওবায়দুল কাদের

আমি দেড় বছরের মন্ত্রী : ওবায়দুল কাদের

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘আমি দেড় বছরের মন্ত্রী। সাড়ে চার মাস চলে গেছে। মন্ত্রিত্ব আছে আর এক বছর বা তার কয়েকদিন বেশি। যারা আমাকে মন্ত্রিত্ব পাওয়ার পর আত্মীয় বানিয়েছেন, মামা বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন মন্ত্রিত্ব চলে যাওয়ার পর দেখা যাবে হয়তো, তারা আর আমার পরিচয় দেবেন না। আমার কাছে আসবেন না। এটাই ক্ষমতা।’

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বিশিষ্ট শ্রমিক নেতা সাবেক এমপি মরহুম আব্দুর রহমানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ সেনবাগ আওয়ামী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে অনেকে ক্ষমতা দেখাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আজ অনেকে বলছেন, আমি মন্ত্রীর আত্মীয়, মন্ত্রীর ভাগ্নে, মন্ত্রীর ছোটবেলার বন্ধু… অথচ মন্ত্রী সাহেবই তাকে চেনেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতা যাদু কাঠির স্পর্শে অনেক রুপান্তর হতে থাকে। ক্ষমতার কারণে কখনো সাহেব হয়ে যায় বিবি। আবার বিবি হয়ে যায় সাহেব।’

তিনি বলেন, ‘রাজনীতিতে এখন নেতার ছড়াছড়ি। শুধু নেতা আর নেতা। নেতার ভীড়ে কর্মী পাওয়া যায় না। সবাই শুধু নেতা হতে চান।’

নির্বাচনে কালো টাকার অপব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘যে ব্যবস্থাতেই নির্বাচন হোক, কালো টাকার প্রভাব যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, জামাল উদ্দিন আহমেদ প্রমূখ।

রাজনীতি