ফ্রাঁসোয়া ওলাঁদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত

ফ্রাঁসোয়া ওলাঁদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত

রোববার ফ্রান্সে অনুষ্ঠিত ভোটে সমাজতন্ত্রী প্রার্থী ফ্রাঁসোয়া ওলাঁদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তিনি শতকরা ৫২ ভাগ ভোট পেয়ে স্পষ্টতই বিজয়ী হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়।

বিজয়ী হওয়ায় পরাজিত এবং মধ্য ডানপন্থি প্রার্থী বিদায়ী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ওলাঁদকে ‘ভাগ্যবান’ বলে অ্যাখ্যায়িত করেছেন।

রোববার জিএমটি সময় ০৬০০ থেকে এ ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় জিএমটি সময় ১৮০০টায়।

চূড়ান্ত দফার প্রেসিডেন্ট নির্বাচনে ৪ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শনিবার প্রশান্তমহাসাগরীয় অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফরাসি অঞ্চলগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং রোববার মূল ভূখণ্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, ২য় দফার ভোটগ্রহণের আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী প্রচারণার লড়াইয়ে উভয় প্রতিদ্বন্দ্বীই উভয়কেই ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন।

নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাত থেকেই সবধরনের নির্বাচনী প্রচারণা এবং ভোটার মতামত জরিপ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।

তবে সর্বশেষ মতামত জরিপে প্রথম দফায় এগিয়ে থাকা সমাজতন্ত্রী ওলাঁদ চূড়ান্ত দফাতেও সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বলে সংবাদমাধ্যম জানায়।

ইউরোজোনের সঙ্কটের মুখোমুখি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রায় ৮০ শতাংশ ভোটার প্রথম দফায় ভোট কেন্দ্রে উপস্থিত হন বলে জানায় ফ্রান্সের নির্বাচন কমিশন।

সংবাদমাধ্যম জানায়, ফ্রাঁসোয়া ওলাঁদ ফ্রান্সের মধ্যাঞ্চলীয় তুলের একটি ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে, সারকোজি ভোট দেন প্যারিসের একটি ভোটকেন্দ্রে।

২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়া ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে ২৮.৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ফ্রাঁসোয়া ওলাঁদ। অপর দিকে ২৭.১৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট সারকোজি।

আন্তর্জাতিক