বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রোববার সরকারি ছুটির কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এমএস আরেফিন জাহেদী বাংলানিউজকে বলেন, সরকারি ছুটি থাকায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছুটি উপলক্ষে ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর কাস্টমসও বন্ধ।
তিনি জানান, উভয় দেশের আমদানি-রফতানিকারকদের স্থানীয় কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ (এসআই) তানভীরুল ইসলাম বলেন, ‘বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে’।