কলকাতায় সম্মানসূচক পুরস্কার নিলেন অধ্যাপক আনিসুজ্জামান, ড. কামাল ও ড. আতিউর

কলকাতায় সম্মানসূচক পুরস্কার নিলেন অধ্যাপক আনিসুজ্জামান, ড. কামাল ও ড. আতিউর

কলকাতার এশিয়াটিক সোসাইটির দেওয়া সম্মানসূচক পুরস্কার ও সম্মাননা গ্রহণ করলেন বাংলাদেশের তিন কৃতী সন্তান অধ্যাপক আনিসুজ্জামান, ড. কামাল হোসেন ও ড. আতউর রহমান।

স্থানীয় সময় সোমবার বিকেল ৫টায় কলকাতার এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও রাজ্য মানবধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি।

সোসাইটির দেওয়া ‘রবীন্দ্রনাথ টেগোর বার্থ সেন্টেনারি প্লাক’ গ্রহণ করেন অধ্যাপক আনিসুজ্জমান, ‘পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণপদক’ গ্রহণ করেন বাংলাদেশের সংবিধান প্রণেতা আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আইনজ্ঞ ড. কামাল হোসেন এবং ‘ইন্দিরা গান্ধী গোল্ড প্লাক’ সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. আতিউর রহমান।

অনুষ্ঠানমঞ্চে  উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মিহির কুমার চক্রবর্তী, সভাপতি অধ্যাপক পল্লব সেনগুপ্ত প্রমুখ।

উল্লেখ্য, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্যে প্রতি বছর একজনকে ‘ইন্দিরা গান্ধী গোল্ড প্লাক’ সম্মাননা দেয় এশিয়াটিক সোসাইটি, ইন্ডিয়া।

মানব উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখায় ২০১১ সালের সম্মাননা পান ড. আতিউর রহমান।

১৯৮৫ সাল থেকে এশিয়াটিক সোসাইটি এ সম্মাননা দিয়ে আসছে। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্মরণে এ সম্মাননা দেওয়া হয়।

এর আগে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কিউবার ফিদেল কাস্ত্রো, ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, ভারতের মাদার তেরেসা, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিরল সম্মাননায় ভূষিত হয়েছেন।

অর্থ বাণিজ্য