এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হলো জুভেন্টাসের। ক্যাগলিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেরা। এদিকে ইন্টার মিলানের কাছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান হেরে গেছে ৪-২ গোলে । মিলানের এই হারে সিরি ‘আ’ মুকুট উঠলো ওল্ড লেডিদের মাথায়।
জুভেন্টাস: ২ (ভুসিনি ৬মি:, ক্যানিনি ৭৪ মি: (আত্মঘাতী))।
ক্যাগলিয়ারি: ০
ইন্টারমিলান: ৪ (মিলিতো ১৪ মি:, ৫৩ মি:, ৮০ মি:, মাইকন ৮৭ মি:)
এসি মিলান: ২ (ইব্রাহিমোভিচ ৪৪ মি:, ৪৬ মি:)
একপয়েন্ট ব্যবধান রেখে ৩৭তম ম্যাচটি খেলতে নেমেছিলো শিরোপার দুই প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস ও এসি মিলান। এই ম্যাচে হোঁচটের জন্য চার পয়েন্ট পিছিয়ে পড়ে মিলান। তাই এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হলো জুভেদের।
ক্যাগলিয়ারির মাঠে শুরুতেই বলের নিয়ন্ত্রণ নেয় জুভেন্টাস। কাক্সিক্ষত সফলতার জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি । ৬ মিনিটে স্বাগতিক গোলরক্ষক মাইকেল আগজ্জিকে বোকা বানান জুভেন্টাসের ফরোয়ার্ড মির্কো ভুসিনি (১-০)।
এক গোলে এগিয়ে গিয়ে একের পর এক আক্রমণ করেও আর কোন গোলের দেখা পাচ্ছিলেন না ওল্ডলেডিরা। অপর দিকে কয়েকটি পাল্টা আক্রমণে বেশ কয়েকবার ভরকে যেতে হয়েছে জুভেদেরকে। তবে শেষ পর্যন্ত সফল হয় সফরকারীরা। আক্রমণ প্রতিহত করতে গিয়ে ৭৪ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ক্যাগলিয়ারি ডিফেন্ডার মিচেল ক্যানিনি (২-০)। বাকি সময়ে আর কোন গোল না হলে বিজয়ের শেষ হাসি হাসে জুভেন্টাস।
অপর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায়। ইন্টার মিলানকে হ্যাট্রিক উপহার দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো মিলিতো। অপরদিকে জোড়া গোল করেও ৪-২ ব্যবধানে হারের জন্য মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় এসি মিলান তারকা ইব্রাহিমোভিচকে।
মিলানের পক্ষে ৩৭ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৮১। সমান ম্যাচে এসি মিলানের সংগ্রহ ৭৭। ইন্টার মিলান আছে তালিকার ষষ্ঠ স্থানে।