ডি ভিলিয়ার্স জেতালেন বেঙ্গালোরকে

ডি ভিলিয়ার্স জেতালেন বেঙ্গালোরকে

সম্মানজনক স্কোর গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি ডেকান চার্জার্স। ৫ উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে।  ডেকান চার্জার্স: ১৮১/২ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ১৮৫/৫ (১৮.৫ ওভার)
ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৫ উইকেটে জয়ী।

বেঙ্গালোরে চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ড্যানিয়েল হ্যারিস ৪৭, শেখর ধাওয়ান অপরাজিত ৭৩, ক্যামেরুন হোয়াইট ৪৫ রান করলে ২০ ওভার শেষে ১৮১ রানের বড় সংগ্রহ পায় সফরকারী ডেকান চার্জার্স।

ভালো একটা সংগ্রহ পাওয়ার পরও ডেকান চার্জার্সকে হারতে হয় লাগামহীন বোলিংয়ের জন্য। প্রতিপক্ষ ব্যাটসম্যান তিলকা রত্নে দিলশান ৫৪ বলে ৭১, ক্রিস গেইল ২২ বলে ২৬ এবং এবি ডি ভিলিয়ার্স ১৭ বলে ৪৭ রানের ধন্দুমার ইনিংস খেললে ৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় বেঙ্গালোরের।

১১ ম্যাচে পঞ্চম জয় পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আর ডেকান চার্জার্স ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানীতেই পড়ে আছে।

খেলাধূলা