ভারতে ২৮ হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেছে সরকার

ভারতে ২৮ হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেছে সরকার

বিরক্তিকর কল এবং ক্ষুদেবার্তা পাঠানোর কারণে প্রায় ২৮ হাজার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিবাল রোববার এ তথ্য নিশ্চিত করে আরো জানিয়েছেন, নিবন্ধন করেনি এমন টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠানকে প্রায় ৪৫ হাজার নোটিশ দেওয়া হয়েছে।

মন্ত্রী সিবাল পার্লামেন্টে জানান, ব্যক্তিগত নম্বর থেকে আসা কিছু কল এবং ক্ষুদেবার্তার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। আপত্তিকর কল ও ক্ষুদেবার্তা আসার কারণে অনিবন্ধিত ৪৪ হাজার ৮শ’ ১০টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে এবং একই কারণে গত ২৪ এপ্রিল পর্যন্ত ২৭ হাজার ৯শ’ ৮৪ টি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর বিচ্ছিন্ন করা সব টেলিফোনই ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি।

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ওপর এমন নিয়ন্ত্রণ আরোপের জন্য ভারতে রয়েছে টেলিকম রেগুলেটারি অথোরিটি অব ইন্ডিয়া (টিআরএআই)। গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া দ্য টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশনস কাস্টমার প্রিফারেন্স রেগুলেশনস-২০১০ বিধান বলে গ্রাহকদের কল এবং ক্ষুদেবার্তার ওপর নজরদারি করছে প্রতিষ্ঠানটি।

এ বিধির আওতায় একটি সিম কার্ড থেকে দিনে সর্বোচ্চ ২শ’ ক্ষুদেবার্তা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। ব্যক্তিগত নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত এবং অতিরিক্ত ক্ষুদ্রেবার্তা নিয়ন্ত্রণ করতেই এ নিয়ম।

এই আইনের লঙ্ঘনকারী নিবন্ধিত কোনো টেলিসেবা দানকারী প্রতিষ্ঠানকে আড়াই হাজার থেকে আড়াই লাখ রুপি জরিমানা করার সুপারিশ করেছে টিআরএআই।

প্রসঙ্গত, শুধু মোবাইল টেলিফোন নয় সম্প্রতি ভারত অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সাইটে নজরদারির ব্যবস্থাওক করেছে।

আন্তর্জাতিক