ঘুমিয়ে গেছেন সুপ্রিম কোর্টে অবস্থানকারী বিএনপি নেতারা

ঘুমিয়ে গেছেন সুপ্রিম কোর্টে অবস্থানকারী বিএনপি নেতারা

সুপ্রিম কোর্টে অবস্থানকারী বিএনপির শীর্ষ নেতারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ৩য় ও ৪র্থ তলায় বিএনপিপন্থি আইনজীবীদের কক্ষে তারা বর্তমানে অবস্থান করছেন।

এদিকে, রোববার রাত সাড়ে ১০টার দিকে খাওয়ার পর ৪র্থ তলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে বেসিনে হাত ধুতে দেখা গেছে।

এদিকে, রাতের খাওয়ার পর তাদের সঙ্গে দেখা করেছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। এছাড়াও তাদের দেখা শুনা করছেন বিএনপিপন্থি ২০ থেকে ২৫ জন আইনজীবী

রাজনীতি