যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দেওয়া রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার পরামর্শে গুরুত্ব দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনার ব্যাপারে খুব একটা আগ্রহও দেখাচ্ছেন না দলটির শীর্ষ নেতারা। সংসদে এসেই বিরোধী দলকে যে কোনো বিষয়ে আলোচনা তুলতে হবে-এ অবস্থানেই অনঢ় রয়েছেন তারা।
তবে বিরোধী দলের দিক থেকে কোনো বিষয়ে সংলাপের প্রস্তাব দেওয়া হলে তখন বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করা হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
যদিও সংলাপে বসার জন্য হিলারির প্রস্তাবের বিষয়টি এখনও আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে আলোচনা হয়নি।
দলীয় সূত্রমতে, সংলাপের এ প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কি হবে সে সিদ্ধান্ত হবে দলীয় ফোরামে আলোচনা করে।
গত শনিবার বিকেলে দুই দিনের সফরে ঢাকায় এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সরকারসহ সব রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানান।
এই অল্প সময়ে বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারকরা নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা বা কথা বলার সময় পাননি।
এদিকে দুই নেত্রী (শেখ হাসিনা ও খালেদা জিয়া) বা দুই দলের (আওয়ামী লীগ ও বিএনপি) মধ্যে সংলাপের প্রস্তাব পুরোনো নয়। দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে প্রায়ই এ ধরনের প্রস্তাব দেওয়া হয়ে থাকে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী রবার্ট ও ব্লেক ঢাকা সফরে এসে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন। তখনও বিষয়টিকে পাত্তা দেয়নি আওয়ামী লীগ। শুধু তাই নয়, তার এ প্রস্তাবকে ভালোভাবে নেয়নি সরকার ও আওয়ামী লীগ।
তারা বার বারই বলে আসছে- বিরোধী দলকে সংসদে এসেই যে কোনো সমস্যা নিয়ে আলোচনার করতে হবে।
তবে মর্কিন যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী মন্ত্রীর প্রস্তাবটিকে সরাসরি নাকচও করছে না ক্ষমতাসীনরা।
‘হিলারির এ প্রস্তাবটি ব্যক্তিগত’ মতামত ব্যক্ত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিরোধী দলের সঙ্গে সংলাপ তার (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি) প্রস্তাব। বিষয়টি নিয়ে এই অল্প সময়ে দলে আলোচনার সুযোগ হয়নি।’
তিনি বলেন, ‘এ বিষয়ে আমার (মতিয়া) মত হচ্ছে- আলোচনা হবে সংসদে। বাংলাদেশে সংসদ আছে, মানুষ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সংসদ সব আলোচনার কেন্দ্র বিন্দু।’
এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে দেশের যে কোনো সমস্যার সমাধান একটি গণতান্ত্রিক পন্থা। সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সামাধান আমরা চাই। আমরা বার বার বিরোধী দলকে সংসদে এসে আলোচনার আহ্বান জানাচ্ছি।’
তবে বিরোধী দল সংসদের বাইরে আলোচনা করতে চাইলে আওয়ামী লীগের অবস্থান কি হবে জানতে চাইলে হানিফ বলেন, ‘আগে প্রস্তাব দিক, তারা কি বিষয়ে আলোচনা করতে চায়।’
তিনি বলেন, ‘বিরোধী দল যে কোনো সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে পারে। রাজপথে দাঁড়িয়ে ভাঙচুর করে সমস্যার সমাধান হয় না।’