বাংলাদেশ সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “বাংলাদেশের মানুষকে মারার চেষ্টা করবেন না, তাহলেই আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। দেশের স্বার্থ সংরক্ষিত রেখে আপনাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই।’
রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার ফোরাম আযোজিত এক মানববন্ধনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রফিকুল ইসলাম মিয়া বলেন, “হিলারি ক্লিনটনকে ইলিয়াস আলীর মেয়ের দেওয়া চিঠির কথাগুলো সবাইকে নাড়া দেয়।“
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, “ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি আপনি রাখেননি। তার শিশুকন্যাকে বাবার আদর থেকে বঞ্চিত করা হচ্ছে।“
তিনি আরও বলেন, “একটি গুমের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নানান রকম কথা বলে যাচ্ছেন।“ মন্ত্রীদের কথায় কথায় এতো অমিল কেন জানতে চান তিনি।
বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়েরের পর তাদের ন্যায়বিচার থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “আদালত প্রাঙ্গণের পুলিশি অবরোধ তুলে নিন।“
সংগঠনের সভাপতি মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সংরক্ষিত আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।