টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের কোনো ক্ষতি করবে না বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে আশ্বস্ত করেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
রোববার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে প্রণবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দীপু মনিকে এ আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে বাইরে এসে দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।
দীপু মনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের অনেক বিষয় নিয়ে প্রণবের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতে মধ্যে সমাধানের অপেক্ষায় থাকা সব ইস্যুই সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।’
দীপু জানান, রোববার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ কমিশনের বৈঠক হবে।