যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন বাংলাদেশে তার ২০ ঘণ্টার সফর শেষে রোববার বেলা ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম কবীর এ তথ্য জানিয়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে বিদায় জানান।
হিলারিকে বহনকারী বিশেষ বিমান তার সফরসঙ্গীদের নিয়ে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। ঢাকা থেকে তিনি কলকাতায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
শনিবার বিকেল পৌনে পাঁচটায় হিলারি ঢাকা আসেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপের ঘোষণাতেও তিনি ও দীপু মনি সই করেছেন।
রোববার সকালে হিলারি ক্লিনটন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসায় ড. ইউনূস ও স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক করেন।
এরপর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি স্কুলের অডিটোরিয়ামে তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সফরে হিলারি বাংলাদেশের রাজনৈতিক সংকট মেটাতে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনা করার তাগিদ দেন।
এছাড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এদেশের কলকারখানায় শ্রম অধিকার ও শ্রমের মানের মানদণ্ড বাড়ানোর ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন।