বনশ্রীর প্রধান সড়ক সংস্কারে ১০ কোটি টাকার প্রকল্প

বনশ্রীর প্রধান সড়ক সংস্কারে ১০ কোটি টাকার প্রকল্প

রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বনশ্রী আবাসিক এলাকার সি ব্লক পর্যন্ত প্রধান সড়ক বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার বাসিন্দাসহ সড়ক ব্যবহারকারীরা। এলাকাবাসীর দীর্ঘ দিনের ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে এই সড়ক সংস্কারে ১০ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার এই ১ দশমিক ৩৫ কিলোমিটার রাস্তার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি।

banassr

এই উন্নয়ন প্রকল্পের মধ্যে আছে ১.৩৫ কিলোমিটার প্রধান সড়ক, ১.৮৭ কিলোমিটার ফুটপাত, খোলা নর্দমা ১.৮৭ কিলোমিটার, আরসিসি ড্রেন ১.০৩ কিলোমিটার, ব্রিক ডেন ০.৮৪ কিলোমিটার।

উদ্বোধনকালে জানানো হয়, বনশ্রী এলাকা দীর্ঘ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ছিল না। খুব নাজুক অবস্থায় বর্তমান সড়কটি সম্প্রতি ডিএনসিসির অন্তর্ভুক্ত হয়েছে। তাই আগেই সড়কটি দ্রুত সংস্কার করে যানবাহন ও পথচারীর চলাচলের উপযোগী করা হবে।

banassr

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহাবুর আলম বলেন, এই এলাকার মানুষের দীর্ঘ দিনের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা নির্দেশনা দিয়েছি কাজ যেন নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। সে অনুযায়ীই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাজ শেষ করবে। সড়কটি ছাড়াও আমরা এই এলাকার জন্য আরও উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছি। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে আশা করা যায় এই এলাকার অনেক উন্নয়ন চোখে পড়বে।

২২ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মেসবাহুল হক, সচিব দুলাল কৃষ্ণ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ