আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশে করে বলেছেন, আন্দোলনের নামে আবার দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করবেন না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের গোলটেবিল মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য নাভানা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. গোলাম মাওলা, হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করবেন না। জ্বালাও পোড়াও করলে দেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। এটা ২০১৪-১৫-১৬ সাল না। এটা ২০১৭ সাল।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন। যারা দেশটা চায়নি, যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন আপনি। আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গেও উপহাস করলেন।