মানব পাচার রোধ ও বৈধপথে বিদেশ যাওয়ায় অনুপ্রাণিত করতে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মানব পাচার রোধ ও বৈধপথে বিদেশ যাওয়ায় অনুপ্রাণিত করতে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানব পাচার রোধ ও বৈধপথে অভিবাসীদের বিদেশ যাওয়ার জন্য দেশের তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, অভিবাসী কর্মীদের বৈধপথে বিদেশ যাওয়া নিশ্চিত ও মানব পাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিমানবন্দরে আলাদা ডেস্ক স্থাপন প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি টেকসই উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৭ অর্জনের জন্য বৈধপথে অভিবাসী কর্মীদের বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বায়রার সভাপতি বেনজীর আহমেদ, আইওএম’র ডেপুটি মিশন চীফ আব্দুস সাত্তার, ইউ এন উইমেন’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস শকো ইশিকাওয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।
নুরুল ইসলাম বিএসসি বলেন, এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে”।
তিনি বলেন, টেকসই উন্নয়ন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিশ্ব শ্রম বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনার আলোকে দক্ষ কর্মী তৈরিতে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।
পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করে শুনানো হয়।
অনুষ্ঠানে দুই জন অভিবাসী কর্মী নারায়নগঞ্জের নার্গিস আক্তার জুই এবং পিরোজপুরের পরিমল বাদল তাদের বিদেশে অবস্থান, সাফল্য ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীর সন্তানদের ৪টি ক্যাটাগরিতে ৮জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
উল্লেখ্য যে, ২০১৭ সালে মোট ৪টি ক্যাটাগরিতে ১২৩০ জন ছাত্র-ছাত্রীকে প্রায় দুই কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও নানা সমস্যার কথা শোনেন এবং তাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসী মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ৪৫টি সরকারি, আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগি ও এনজিও, রিক্রুটিং এজেন্সীসহ অন্যান্য ৬০টি স্টল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ