‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টাকার গাছ নয়’

‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টাকার গাছ নয়’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তিতে গতবারের তুলনায় প্রায় তিনগুন ফি বৃদ্ধি করা হয়েছে। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মানববন্ধনে ‘শিক্ষা কোনো পণ্য নয় শিক্ষা মোদের অধিকার’,‘পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাইভেটকরণ চলবে না’, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টাকার গাছ নয়’- এমন বিভিন্ন স্লোগান দেয়া হয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থী জি কে সাদিক, আরিফুজ্জামান, শামিমুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে শিক্ষার্থীদের ভর্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ফি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮১৫ টাকা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগ গুলোতে ১৩ হাজার ৩১৫ টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগ গুলোতে ১২ হাজার ৪১৫ টাকা। যা বিগত বছরের ভর্তি ফি’র তুলনায় প্রায় তিনগুণেরও বেশি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ফি বৃদ্ধির আগে একটি কমিটি করা হয়েছিল তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখেই ভর্তি ফি বৃদ্ধির সুপারিশ করেছে। সে অনুযায়ী ফিন্যান্স কমিটিতে এটি পাস হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে ভর্তি ফি এখনও অনেক কম এবং সহনীয় পর্যায়ে আছে বলে তিনি দাবি করেন।

ক্যাম্পাস