আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আন্দোলনে নামলে তা প্রতিহত করতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজপথে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন যে বিভিন্ন স্বার্থ নিয়ে বঙ্গবন্ধুর নামটা ব্যবহার করে সংগঠন গড়ে উঠেছে আমরা সে রকম নাম স্বর্বস্ব কোনো সংগঠন নই। আমরা বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করি, কাজে প্রমাণ করি, আদর্শ লালন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো ডাকে আমরা রাজপথে ছিলাম।’
জোটের সভাপতি বলেন, ‘আমাদের শিল্পীরা নির্ভীক। একটা ধারণা যে শিল্পীরা শান্তি প্রিয়, আমরা অবশ্যই শান্তি প্রিয় কিন্তু প্রয়োজনে আমরা রাজপথে থাকতে পারি। লাঠিপেটা খেতে পারি। আমরা কখনও লক্ষ্য থেকে বিচ্যুত হই না।’
তারানা হালিম আরও বলেন, ‘আমরা মুক্তিযদ্ধের পক্ষে কাজ করে যাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা সবসময়ই রাজপথে ছিলাম। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলাম।’
‘এখন আমরা বলতে পারি বেগম খালেদা জিয়া যেভাবে হুমকি-ধামকি দিচ্ছেন, আন্দোলন করবেন। আমরা বলতে পারি, সেই আন্দোলন প্রতিহত করার জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজপথে থাকবে’ বলেন তারানা।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যেভাবে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে ছিল আবারও যদি জনগণকে জিম্মি করে কোনো দাবি আদায়ের কৌশল অবলম্বন করেন বেগম খালেদা জিয়া ও তার দল আমরা কিন্তু রাজপথে জনগণকে নিয়েই থাকব। এই বার্তাটিই আমরা পৌঁছে দিতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের কিছু সমস্যা আছে, সেগুলোর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।’
বৈঠকে অভিনেত্রী সুজাতা আজিম, নাট্যকার মান্নান হীরা, অভিনেতা কেরামত মাওলা, নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম, অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়, অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার ও অভিনেত্রী হৃদি হক, নাট্যকার জিনাত হাকিম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, গায়ক এসডি রুবেল ও শুভ্রদেব, অভিনেত্রী তমালিকা কর্মকার, অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমীসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।