বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে গৃহশ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘ঘরে ঘরে সুসম্পর্ক গড়ে তুলি, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ মেনে চলি’ শ্লোগানকে সামনে রেখে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এই সমাবেশ ও র্যালির আয়োজন করে।
সমাবেশ থেকে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি- ২০১৫’ অবিলম্বে বাস্তবায়নসহ সারাদেশে গৃহশ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশ ও র্যালিতে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, মানবাধিকার ও বিভিন্ন শ্রমিক অধিকার সংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, জাতীয় শ্রমিক জোটের মহিলা কমিটির সাধারণ সম্পাদক হেনা চৌধুরী