তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট-আখাউড়া রেলপথের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) এরফানুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার ভাটেরা রেল স্টেশন সংলগ্ন হোসেনপুর এলাকায় পৌঁছালে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে।