প্রায় দুই মাস বিশ্রামে থেকে অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরছেন ওয়েলসম্যান গ্যারেথ বেল। মঙ্গলবার কোপা ডেল’রেতে তৃতীয় সারির দল ফুয়েলেব্রাাড্রার বিপক্ষে ম্যাচেই ফিরে আসছেন বেল। যদিও বেলের ইনজুরি নিয়ে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেননা।
রিয়ালের বেলের চার বছরের ক্যারিয়ার প্রায় সময়ই ইনজুরির কারনে বাঁধাগ্রস্থ হয়েছে। বিশেষ করে গত বছর তিনি মাত্র চারটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। থাইয়ের ইনজুরি কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফেরা বেল সম্পর্কে জিদান বলেছেন, আমি চাই বেল পুরো সুস্থ হয়ে দলে ফিরে আসুক। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারবো না সেটা কখন। হয়তবা আগামীকাল সে খেলতে পারে। সবসময়ের মতই ঠিক ম্যাচের আগ মুহূর্তে বোঝা যাবে সে খেলতে পারবে কিনা।
ইতোমধ্যেই মাদ্রিদ ভিত্তিক ছোট দলটির বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল সানতিয়াগো বার্নাব্যুতে অনেকটাই পরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে। ইনজুরির কারনে এবারের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমার পাশে এক মিনিটের জন্য মাঠে নামতে পারেননি বেল। ইতোমধ্যেই বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে লা লিগায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে গ্যালাকটিকোরা। চ্যাম্পিয়নস লীগেও টটেনহ্যাম হটস্পারের থেকে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে।