পিছিয়ে থেকেও ম্যানসিটির জয়

পিছিয়ে থেকেও ম্যানসিটির জয়

নিজেদের ভুলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। আগুয়েরো-স্টার্লিংয়ের গোলে প্রিমিয়ার লিগে নবাগত দল হাডার্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৮ ম্যাচ জিতলো সিটি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ম্যানসিটি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে আগুয়েরোরা। তবে সাফল্যের দেখা মেলেনি।

বিরতি থেকে ফিরে শুরুতেই সমতায় ফেরে সিটি। ম্যাচের ৪৭ মিনিটে স্পট কিক থেকে গোল করেন আগুয়েরো। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় সিটি। তবে জার্মান মিডফিল্ডার লেরয় সানের জোরালো শট ভাগ্যের ফেরে লাগে পোস্টে। অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে দলের জয়সূচক গোল করেন স্টার্লিং। জেসুসের শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছুটে আসা ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের পায়ে লেগে জালে জড়ায়।

এ জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানো আর্সেনাল ২৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

খেলাধূলা